যশোরে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা:আজ শেষ হচ্ছে ভেন্যুর খেলা

Share

যশোর অফিস: যশোরে চারদিনব্যাপী জাতীয় বাস্কেটবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতার যশোর ভেন্যুর খেলা‌শেষ হচ্ছে আজ শুক্রবার। বৃহস্পতিবার তৃতীয় দিনের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।

যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামের ইনডোর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮৭-৪০ পয়েন্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৮৭-৪১ পয়েন্টে হারায় স্বাগতিক যশোর জেলা ক্রীড়া সংস্থাকে। আর দিনের শেষ ম্যাচে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৮৮-৮৬ পয়েন্টে বিকেএসপিকে হারায়।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আজকের (শুক্রবার) খেলায় বিশ্ববিদ্যালয় গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ম্যাচে খেলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। দুটি ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

উল্লেখ্য, জেলা গ্রুপ থেকে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।

Read more