শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Share

যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তারেক রহমানের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্প্রতিবার (৩০ অক্টোবর) বিকেলে বাগআঁচড়া বাজারে লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে সভাপতিত্ব করেন বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসদুজ্জামান মিঠু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সহসভাপতি আব্দুল মজিদ ও রুহুল আমিন, দপ্তর সম্পাদক আলমগীর কবির, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মিয়াদ আলী, যোগাযোগ সম্পাদক কামরুজ্জামান, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নুরুজ্জামান লিটন বলেন, তারেক রহমান যাকেই ধানের শীষের মানোনয়ন দিবেন আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো। শার্শা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে।

Read more