রোকনুজ্জামান, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। “দুনিয়ার মজদুর এক হও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় যশোরের চৌগাছা উপজেলায় ১৩৭তম মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চৌগাছা মটরযান শ্রমিক সংস্থা ও চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার সভাপতি কাউন্সিলর সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরিফুল ইসলাম, মাতবর আলী, যুগ্ম-সম্পাদক বাবু, সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক হারান, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, লাইন সেক্রেটারি বিপু, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন, সদস্য বাবলুর রহমান, জসিম উদ্দীন প্রমুখ।
এদিকে অপর আরেকটি সমাবেশে চৌগাছা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইকবাল হোসেন, শরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মহাসিন আলী, সেলিম হোসেন, প্লাম্বার মিস্ত্রি ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক চাঁদ মিয়া প্রমুখ।
উল্যেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।