যশোরের ঝিকরগাছায় এক কেজি সোনা বারসহ দুইজন গ্রেফতার

যাশোর অফিস : যশোরের ঝিকরগাছায় প্রায় এক কেজি সোনা বারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর বুড়োর দরগাহ থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকায়িত চার পিস সোনার বার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরের আউয়াল মোল্লার ছেলে মহিবুল (৩২) ও বেনাপোল পোর্ট থানার ঘিবা এলাকার শহিদুল ইসলামের ছেলে আল-আমিন (২৭)।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে দুই পাচারকারী ভারতে সোনা পাচারের উদ্দেশে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে কীর্তিপুরে গতিরোধ করে ডিবি পুলিশ। পরে তাদের কাছে থাকা চারটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য সাড়ে ৮২ লাখ টাকা। এ বিষয়ে ঝিকরগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন।

পরে ঘটনাস্থলে উপস্থিত হন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, ডিবির ওসি রুপন কুমার সরকার ও ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত প্রমুখ।