চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭’ই মার্চ উদযাপন

রোকনুজ্জামান, চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” স্লোগানে সারাদেশের ন্যায় যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, প্রেসক্লাব চৌগাছা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার অতিরিক্ত দায়িক্তপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অরুপ দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা থানার তদন্ত ওসি জেল্লাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেণ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজর রহমান, মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, ফায়ার সার্ভিস স্টেশনারী কর্মকর্তা রবিউল ইসলাম, সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন শাকিল প্রমুখ।
এদিকে সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃ্ন্দ। এরপর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাবুদ্দীন চুন্নু, সদস্য রেজওয়ান হাবীব আলিফ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামীম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে উপজেলাব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্গন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।