যশোর বাঘারপাড়ায় বিএনপির আয়োজনে দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

Share

যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজ কুমার বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সব ধর্ম, বর্ণ, দল-মতের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আমরা সবাই মানুষ, সবার রক্তই লাল। এদেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সংখ্যালঘু হিসেবে কেউ নিজেকে ভাববেন না। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারেন। এখানে কাউকে ভয় পাওয়ার কিছু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আপনাদের পাশে থাকবেন। সবাই মিলে এ অঞ্চলকে উন্নত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সবার। জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানুষের অংশগ্রহণে আগামী দিনের দেশ গঠন করতে চায়। তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে কয়েক হাজার সনাতনী নারী সাদা-লাল পাড়ের শাড়ি পরে অংশগ্রহণ করেন। টিএস আইয়ুবের পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী কয়েকদিন আগে থেকেই অতিথিদের মাঝে বিতরণ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান বক্তা আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, সমীর কুমার পাল, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, নড়াইল জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অশোক কুন্ডু, সদস্য সচিব কার্তিক দাস।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুন্ডু, যুগ্ম আহ্বায়ক রবীন অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে। #

Read more