যশোর অফিস
যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে চঞ্চল হত্যা মামলায় আটক বাবা ও ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন ওই গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে মুন্না।
পুলিশ জানায়, ঘটনার দিন তারা আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হন। নিহত চঞ্চলের মা হাসিনা বেগম কোতোয়ালি থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দিনই পুলিশ বিল্লাল নামে এক যুবক এবং রুপালী নামে এক গৃহবধূকে আটক করে। পরদিন শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার রবিউল ও তার ছেলে মুন্নাকে পাঠানোর মধ্য দিয়ে এ মামলায় মোট চারজনকে কারাগারে পাঠানো হলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, চারজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।