যশোর অফিস
যশোর শহরের রায়পাড়ায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদককারবারি সোহেল মুন্সিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
চাঁচড়া ফাঁড়ির এসআই শুভ কুমার রায় বলেন, সোহেল নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছেন—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধরা হয়। এ সময় তার প্যান্টের ডান পকেট থেকে ৪২ পিস ইয়াবা ও বাম পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।