যশোর অফিস
সদ্য প্রয়াত কবি ও সংগঠক নূরজাহান আরা নীতি’র স্মরণে আলোচনা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে কৃষ্টিবন্ধন, যশোর আয়োজন করে এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। তিনি দোয়ানুষ্ঠানও পরিচালনা করেন। মুখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক।
কবি মঞ্জুয়ারা সোনালির সভাপতিত্বে এবং কবি এম এ কাসেম অমিয়’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ড. সবুজ শামীম আহসান, কবি অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন, কবি ও সংগঠক গোলাম মোস্তফা মুন্না এবং কবি ডা. মোকররম হোসেন।
স্মৃতিচারণ ও নিবেদিত কবিতা পাঠ করেন কবি এম এন এস তুর্কি, রকি মাহমুদ, রেবেকা টফি, গোলাম মোস্তফা, বকুল হক, অরুণ বর্মন ও অমল কান্তি সরকার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি আবুল হাসান তুহীন, শিক্ষক আহমদ আলী, মো.ফকরুল আলম এনোন,নাসিম আহমদ বিলু, কবি কাজি নূর, আলেয়া আক্তার প্রেমা ও জাকিয়া সুলতানা মীম প্রমুখ।