যশোর অফিস
যশোর শহরে দিনে–দুপুরে লোহার চ্যানেল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক যুবক। শুক্রবার দুপুরে বকচর এলাকার হাজী কাউসার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। আটক ব্যক্তির নাম সানোয়ার হোসেন; তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাখা লোহার সাতটি চ্যানেলের মধ্যে দুটি চুরি করে একটি ইজিবাইকে তুলছিলেন সানোয়ার। স্থানীয়দের সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি চুরির কথা স্বীকার করলে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুর রহমান বলেন, সানোয়ারের বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।