যশোর অফিস
ব্যাংকিং খাতে শক্তিশালী প্রবৃদ্ধি ও স্থিতিশীল সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালকে ‘রেকর্ড ব্রেকিং ইয়ার’ হিসেবে উদযাপন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এ উপলক্ষে যশোর শাখায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য কেক কাটা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির যশোর রিজিওনাল হেড মনজুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শাখার ব্যবস্থাপক কে এম আনিসুর রহমান। এ সময় শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়,২০২৫ সালে ইউসিবি ব্যবসায়িক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আগের বছরের তুলনায় ব্যাংকের নেট ডিপোজিট প্রবৃদ্ধি বেড়ে প্রায় ১৩ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে ২০২৪ সালে এই অঙ্ক ছিল ৪ হাজার ৮২ কোটি টাকা। একই সঙ্গে ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতির প্রতিফলন হিসেবে অ্যাডভান্স-টু-ডিপোজিট (এডি) রেশিও ৯১ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ৮৩ শতাংশে নেমে এসেছে।
একই বছরে নতুন হিসাব খোলার ক্ষেত্রেও বড় সাফল্য অর্জন করেছে ইউসিবি। ব্যাংকটির নতুন অ্যাকাউন্ট সংখ্যা ৪ দশমিক ১১ লাখ থেকে বেড়ে ৬ দশমিক ৭৮ লাখে পৌঁছেছে,যা গ্রাহক আস্থা ও বাজার বিস্তারের স্পষ্ট প্রমাণ।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর আহমেদ বলেন, গ্রাহকদের আস্থা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ইউসিবি আজ এই অবস্থানে পৌঁছেছে। যশোরসহ সারা দেশে ব্যাংকটি তার সেবার মান ও ব্যবসায়িক কৌশলের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেছে।
শাখা ব্যবস্থাপক কে এম আনিসুর রহমান বলেন, সম্মানিত গ্রাহকদের সহযোগিতাই এই রেকর্ড প্রবৃদ্ধির মূল শক্তি। ভবিষ্যতেও ইউসিবি আরও দায়িত্বশীল ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে ইউসিবির মোট ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩১৭ কোটি টাকা। দেশব্যাপী ২৩৪টি শাখা, ১৮৭টি উপশাখা, ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৭১৫টি এটিএম বুথের মাধ্যমে ব্যাংকটি আধুনিক, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।