যশোর অফিস :
গ্রাম পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে অনেক সময় অপরাধীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং গ্রাম পর্যায়ে যেকোনো সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম গ্রাম পুলিশের কাছ থেকেই সাড়া পায়।
সোমবার কোতোয়ালি থানা চত্বরে বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় গ্রাম পুলিশের সুবিধা-অসুবিধার কথা শোনেন পুলিশ সুপার এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় গ্রাম পুলিশের পাশে রয়েছে। গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি গ্রাম পুলিশের সদস্যদের সুস্থতা কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) যশোর আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদসহ জেলা পুলিশ যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সদস্যরা।