যশোর অফিস:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের সদস্যরা অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়,২ নভেম্বর দুপুর ২টার দিকে সদর উপজেলার আরিবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোলাডাঙ্গা কাজীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মো. আবিদ হাসান (৩০) কে
তার ঘর থেকে ২০০ পিস ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের উপপরিদর্শক রাফিজা খাতুন। তিনি বাদী হয়ে আসামি আবিদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।