যশোর অফিস
যশোরের শংকরপুর মাঠপাড়ায় মরহুম ইব্রাহিম মোল্লা বাবুর্চির মৃত্যুতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় শংকরপুর মাঠপাড়া মোড় এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যশোর জেলা ডেকোরেটস্ বাবুর্চি কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বাবুর্চি সমিতির সভাপতি আবুল মুজিদ, সহ-সভাপতি ইমরান চৌধুরী কাজল, সাধারণ সম্পাদকসহ সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম ইব্রাহিম মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।