ইয়ানতের নামে একটা দল চাঁদাবাজি করছে মিজানুর রহমান খান

Share

যশোর অফিস:
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। অথচ একটি দল আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিএনপিকে চাঁদাবাজ বললেও নিজেরাই “ইয়ানত”—যার অর্থ চাঁদাবাজি—চর্চা করছে।
রোববার বিকেলে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে স্বর্ণপট্টি মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান ধনী। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু। বক্তব্য দেন এম এ সালাম, অ্যাড. ইসাহক, আরিফুল ইসলাম আরিফ, জহুরুল ইসলাম, মাসুদুল হাসান প্রমুখ।
শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর লাইট চত্বরে গিয়ে শেষ হয়।

Read more