যশোর অফিস
বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও বিয়ে না করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যশোরে এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় একজনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে শহরের বারান্দী ফুলতলা এলাকার মুজিবর রহমানের ছেলে এইচ এম কামরুজ্জামানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়।
মামলার বাদী জানান, কামরুজ্জামানের বাড়ি ও তার বাড়ি পাশাপাশি, এবং তারা আত্মীয় সম্পর্কিত। তিন বছর আগে বাদীর স্বামী বিদেশে গেলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে কামরুজ্জামান বিয়ের প্রতিশ্রুতি দেন, ফলে বাদী তার স্বামীকে তালাক দেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২০ ও ২১ সেপ্টেম্বর তারা কুয়াকাটায় গিয়ে রাত্রিযাপন করেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর আগে ১১ ও ১২ আগস্ট তারা ঝিনাইদহের একটি হোটেলেও অবস্থান করেন। কিন্তু সম্প্রতি কামরুজ্জামান বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে এসে খারাপ আচরণ করতে থাকেন এবং বিয়ের কথা তুললে অস্বীকার করেন। একপর্যায়ে তিনি বিয়ে না করার ঘোষণা দেন এবং বিষয়টি বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেন।
বাধ্য হয়ে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে শনিবার রাতে মামলাটি থানায় রেকর্ড করা হয়। তবে অভিযুক্ত কামরুজ্জামান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।