যশোর অফিস: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন,“কেউ নতুন করে স্বৈরাচার হতে চাইলে সাধারণ মানুষই তাদের প্রতিহত করবে।” শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রুপদিয়া বাজারে যশোর-৩ আসনের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদেরের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তী সরকারের স্বীকৃতির জন্য গণভোট প্রয়োজন, অথচ একটি দল এর বিরোধিতা করছে—যা দুঃখজনক। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের হত্যা করেছে, তাদের বিচার দৃশ্যমান করেই নির্বাচন দিতে হবে।
গোলাম রসুল দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ হবে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষমুক্ত, আর শিক্ষিত যুব সমাজ বেকার থাকবে না।
সভায় বিশেষ অতিথি ভিপি আব্দুল কাদের বলেন, “স্বাধীনতার পর যে সব সরকার ক্ষমতায় এসেছে তারা জনগণের নয়, নিজেদের সম্পদ বাড়িয়েছে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে ও হাজার হাজার মানুষকে গুম করেছে।
সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে রুপদিয়া বাজারে প্রচারণা চালান নেতাকর্মীরা।
