যশোরে তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Share

 যশোর অফিস: তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক এক সেমিনার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। এতে তেভাগা আন্দোলন, কৃষির ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তর আলোচনা করা হয়। বাংলাদেশ লেখক শিবির যশোরের উদ্যোগে শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপন করেন সংগঠনের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক আলোচক ফয়জুল হাকিম।

মূল প্রবন্ধে তেভাড়া আন্দোলনের ইতিহাস ও ঐতিহাসিক প্রেক্ষাপট, তেভাগা আন্দোলনের সীমাবদ্ধতা ও ব্যর্থতা, তেভাগা আন্দোলনের বর্তমান প্রাসঙ্গিকতা ও কৃষক শ্রমিক আন্দোলনের নতুন দিগন্ত এবং রাষ্ট্র পুনর্গঠনে ভবিষ্যতের দিকনির্দেশনার উপর বিষদ আলোচনা উপস্থাপান করা হয়।

এছাড়াও জমির মালিকানা, কপোর্রেট কৃষি ও চুক্তিভিত্তিক চাষ, শ্রমিক-কৃষক ঐক্য, ক্ষুদ্রঋণ ও এনজিও অর্থনীতি, বাজার সিন্ডিকেট এবং তেভাগা আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়। বক্তারা প্রবন্ধের উপর আরো বিস্তর আলোচনা করেন।

আলেচনায় আরো অংশ নেন পরিবেশ আন্দোলনের নেতা খন্দকার আজিজুল হক মনি, জাতীয় মুক্তি কাউন্সিলের যশোর অঞ্চলের নেতা জাহাঙ্গীর ফিরোজ, আলোচক রকিব সিদ্দিকী, বাংলাদেশ লেখক শিবির যশোরের সদস্য সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ লেখক শিবির যশোরের সভাপতি জি এম আব্দুল আলীম। সেমিনারে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ লেখক শিবির যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।

Read more