যশোর অফিস: যশোরে রিকশা ছিনতাইয়ের ঘটনায় এক রিকশাচালককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড় ভাঙা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
রিকশা চালক মোস্তাকিন (২৩),শহরের নাজির শংকরপুর হাজিরা গেট এলাকার মৃত মিলন শেখের ছেলে।তিনি পেশায় রিকশাচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকিন রিকশা নিয়ে যাওয়ার সময় উক্ত স্থানে পৌঁছালে স্থানীয় মিরাজ, হৃদয়, নির্জন, নিরব, রাতুল ও রিজভী নামের কয়েকজন যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তারা চাকুর বাট দিয়ে মোস্তাকিনকে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ও রিকশাটি ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতের পরিবারের দাবি, ছিনতাইকারীরা শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।#
