যশোর অফিস: স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির আন্দোলন সফল করার লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা যশোরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় যশোরের দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া।
সভায় তিনি বলেন, সারাদেশে হাজার হাজার নন এমপিও শিক্ষক মানবেতর জীবনযাপন করছে। তাদের প্রাণের দাবি এমপিওভুক্তি। আমরা আন্দোলন চাই না। আমাদের দাবি মেনে নিলে ঢাকায় যাবো না। আর আগামী ২ নভেম্বর ঢাকায় গেলে দাবি আদায় না করে ফিরবো না। আমাদের উপর কোন ধরণের নিপিড়ন হলে ছাড় দেয়া হবে না।
সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সভায় খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষক নেতৃবৃন্দসহ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
