যশোরে শিশু ধর্ষণ, আপন দাদা গ্রেফতার

Share

যশোর অফিস: যশোরে আপন দাদা কর্তৃক ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত রমজান কাজীকে (৬০) আটক করেছে। বৃহষ্পতিবার গভীর রাতে তাকে যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রাম থেকে আটক করা হয়।আটক রমজান কাজী (৬০) ওই গ্রামের মৃত শাহাদৎ কাজীর ছেলে।

নির্যাতিত শিশুটির মা জানান, ষতার স্বামী পেশায় রাজমিস্ত্রী। তারা নড়াইল শহরে বসবাস করেন। অক্টোবর মাসের প্রথমদিকে তার শ্বশুর রমজান কাজী নড়াইলে বেড়াতে আসেন। ফেরার সময় তার মেয়েকে সাথে করে নিয়ে যান। ১৫ দিন পর গত  (৩০ অক্টোবর) সকালে তিনি মেয়েকে নিতে যশোর আসেন। এসময় মেয়েটি জানায় দুই দিন আগে তার দাদা খেলনা কিনে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেছে। এসময় মেয়েটি ওই বাড়ি থেকে তাকে নিয়ে যেতে বলে। এরপর তিনি মেয়েকে নিয়ে নড়াইলে ফিরে যান এবং স্বামীকে বিষয়টি জানান। পরে রাত ১০ টার দিকে তারা বাঘারপাড়া থানায় গিয়ে অভিযোগ দেন।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজান কাজীকে আটক করা হয়। এরপর রাত ১টার দিকে নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more