নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৪৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার

Share

ঢাকা অফিস: রাজধানী ঢাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বছরে গ্রেপ্তার হয়েছে তিন হাজারেরও বেশি নেতা কর্মী।
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছরে প্রায় ৩ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে তারা।
আজ শুক্রবার বিকেলে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, ঝটিকা মিছিল থেকে চলতি বছরে এ নিয়ে প্রায় ৩ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকায় শক্ত অবস্থান বোঝাতে গ্রেপ্তাককৃতরা অনেকেই ঢাকার বাইরে থেকে আসছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে থেকে তাদের অর্থের জোগান দেওয়া হচ্ছে।
ঢালওভাবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, যেকোনো অপতৎপরতা রুখতে সতর্ক থাকছে পুলিশ।

Read more