যশোরের ট্রেনে কেটে এক ব্যক্তি নিহত

Share

যশোর অফিস 
যশোরের শার্শায় বেনাপোল গামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
যশোরে বুধবার সন্ধায় সদরের শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিং এ এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
নিহত চান্দু মিয়া (৫০) শার্শার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে। সে জন্মগত ভাবে মানুষিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার স্বজনরা।
প্রতক্ষ্যদর্শী বরাতে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন,মোংলা থেকে ছেড়ে আসা ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল এসময় চান্দু মিয়া লাইনের পাশ দিয়ে হাটছিল। হঠাৎ সে লাফ দিয়ে ট্রেনের সামনে পড়ে। তখন ট্রেনের ধাক্কায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং সে ঘটনা স্থলেই মারা যায়।
রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করছে বলে তিনি জানান।

Read more