যশোর চৌগাছা ও চুড়ামনকাটিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ দুইজন গ্রেফতার, এক জন পলাতক

Share

যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার ও একজনকে পলাতক আসামি করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) চৌগাছা ও সদর উপজেলার এলাকায় এসব অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর অফিসের পক্ষ থেকে জানানো হয়, চৌগাছা পৌরসভার তারিনিবাস (কদমতলা) এলাকায় উপপরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে অভিযানে হালিমা খাতুন (৫৩) নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তার স্বামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) পলাতক রয়েছেন। এ ঘটনায় হালিমা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একইদিন বিকেলে যশোর সদর থানার চুড়ামনকাটি বাজার এলাকায় উপপরিদর্শক মদন মোহন সাহার অভিযানে ১০০ মিলিলিটার অ্যালকোহলসহ পলাশ সরদার (৩০) নামের এক যুবককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

Read more