যশোরে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

Share

যশোর অফিস 
যশোরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শফিউল্লাহ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বন্ধু নাইমুর রহমান (১৮)। আজ বিকেল ৫টার দিকে মণিরামপুর উপজেলার জালঝারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা গ্রামের মাওলানা হাতেম আলীর ছেলে ও আহত নাইমুর রহমান পাশাপোতা গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, শফিউল্লাহ তার বন্ধু নাইমুরকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জালঝারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন। এছাড়া নাইমুরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

Read more