যশোরের শার্শায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,পশু চিকিৎসকসহ দু’জনকে মারধর

Share

যশোর অফিস 
যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল বাজারে ইবাদুল ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে পশু চিকিৎসক ইবাদুল ইসলাম ও তার ছোট ভাই আশিকুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী হারুন আর রশিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওষুধের বকেয়া টাকা নিয়ে ইবাদুল ইসলাম ও হারুন আর রশিদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হারুন দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও দুই ভাইকে মারধর করেন।
অভিযুক্ত হারুন আর রশিদ বলেন, “ইবাদুল ও আশিকুর আমার বন্ধু, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।”
শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Read more