যশোরে মাদকবিরোধী অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Share

যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দুটি স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান,সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর সরদারপাড়ায় অভিযান চালিয়ে মো. মান্নান হোসেন (৫২) ও মো. মোয়াজ্জেম হোসেন (৫৮) নামের দুই ব্যক্তিকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অভিযানে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে শহরের বারান্দীপাড়া ঢাকা ব্রিজ এলাকা থেকে মো. কাজী আব্দুর রশিদ (৪৫) নামে আরও একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে উপপরিদর্শক মোছা.রাফিজা খাতুন এর প্রসিকিউশনে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

Read more