যশোর অফিস
যশোরে খাদ্য বান্ধব কর্মসূচীতে ডিলার না হয়েও সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ জমা দিয়ে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে কর্মসূচীর কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে, আর ভোক্তারা চালের জন্য ডিলারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
সূত্র জানায়, সদরের ১৫টি ইউনিয়নে আগের সরকারের আমলে ৩৭ জন ডিলার ১৮ হাজারের বেশি ভোক্তার মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করতেন। তবে সরকার পরিবর্তনের পর নানা অভিযোগে পুরনো ডিলারদের কার্যক্রম স্থগিত হয় এবং নতুন করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, একদল চক্র পুরনো ডিলারদের নামে উপজেলা খাদ্য অফিস থেকে ডিও লেটার তুলে জেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে নিজেদের ইচ্ছেমতো বিক্রি করছে। এ কারণে প্রকৃত ভোক্তারা চাল পাচ্ছেন না।
উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন খান জানান, সৈয়দ মুনসুর আলমের ডিলারশিপ পাশ্ববর্তী জাবের হোসেন জাহিদের নামে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানাতে তিনি পরবর্তীতে জানানোর কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
স্থানীয় সূত্রগুলো বলছে, এ অনিয়মে খাদ্য বান্ধব কর্মসূচী চরমভাবে ব্যাহত হচ্ছে।
