বেগুন গাছ কেটে ফেলার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Share

যশোর অফিস
যশোরে প্রতিবেশীর বিরুদ্ধে বেগুন গাছ কেটে ফেলা, হুমকি ও মারধরের চেষ্টা করার অভিযোগ করেছেন সদরের সিতারামপুর এলাকার এক কৃষক। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী সারাফাত হোসেন (৪৮) লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি লিখিত অভিযোগে সিতারামপুর শেখপাড়া গ্রামের মৃত শামসুর রহমান খানের ছেলে সারাফাত হোসেন জানিয়েছেন তার প্রতিবেশী মৃত নুর ইসলাম খানের ছেলে আশরাফুজ্জামান ওরফে টিক্কা (৫২), দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছে।
তিনি জানান, সোমবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আশরাফুজ্জামান ও অজ্ঞাত আরও দুই-তিনজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তার বর্গাকৃত জমির প্রায় সাত কাঠা জায়গায় থাকা প্রায় দেড় লাখ টাকার বেগুন গাছ কেটে ফেলে ও তুলে নিয়ে যায়। পরে সারাফাত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত আশরাফুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে,মারধরের চেষ্টা চালায় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী আরও জানান,ঘটনার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তিনি প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন এবং আইনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি করেছেন।
ঘটনাটি সম্পর্কে স্থানীয়রা জানান,সারাফাত ও আশরাফুজ্জামানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এ বিষয়ে সারাফাত হোসেন কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনার সাক্ষী হিসেবে নুর ইসলাম খানের ছেলে মো. মঈন,শরাফত হোসেনের ছেলে মো. সিহাব খানসহ স্থানীয় কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

Read more