যশোর অফিস: যশোরের মনিরামপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে উপজেলার ঝাঁপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাঁপা বাজারে নার্গিস বেগম ও তার স্বামী সাইদুর রহমানের দোকান ও বাসায় যৌথ অভিযান চালিয়ে ৪৬৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম (৫৮ ফুটলি) গাঁজা, নগদ ৬ হাজার ৫৪০ টাকা, একটি মোবাইল ফোন ও তিনটি জাতীয় পরিচয়পত্র (একটি আসল ও দুটি ফটোকপি) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম নার্গিস বেগম (স্বামী: সাইদুর রহমান, পিতা: নুরুল ইসলাম মোল্যা, গ্রাম: ঝাঁপা বাজার, ইউনিয়ন: ঝাঁপা, উপজেলা: মনিরামপুর)।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়।