যশোরে জাগপার সাবেক সভাপতি রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

Share

যশোর অফিস: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিণী,৭০ দশকের ছাত্রনেত্রী, জাগপার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আলহাজ্ব অধ্যাপিকা রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ ২২ অক্টোবর পালন করা হয়েছে।

এ উপলক্ষে যশোর জেলা জাগপার উদ্যোগে বাদ যোহর যশোর জেলা মডেল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মঈনদ্দিন ও হাফেজ মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা মোঃ নিজামদ্দিন অমিত, সহ-সভাপতি বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, জাগপা নেতা রেজওয়ান বাবু, শেখ সিফাত হোসেন, রিয়াজ ইসলাম, জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

দোয়া শেষে প্রয়াত নেত্রীর আদর্শ ও রাজনৈতিক ত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, রেহানা প্রধান ছিলেন নারী নেতৃত্বের অগ্রদূত ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর।

Read more