যশোর ঝুমঝুমপুর থেকে মিনি ট্রাক চুরি কোতোয়ালি থানায় অভিযোগ।

Share

যশোর অফিস: যশোর শহরের ঝুমঝুমপুর মসজিদ বাজার সংলগ্ন এলাকা থেকে মো. আব্দুল আজিজের (৬০) একটি মিনি ট্রাক চুরি হয়েছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। চুরির ঘটনাটি তদন্ত করছেন যশোর সদর উপজেলার চানপাড়া পুলিশ ফাঁড়ি র ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান।

যশোর কোতয়ালী মডেল থানায় লিখিতএজাহারে আব্দুল আজিজ উল্লেখ করেছেন, গত ১১ সেপ্টেম্বর সকালে ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-৪২৫০, সিসি ২৭৭১) তালাবদ্ধ করে তিনি বাসায় যান। পরদিন দুপুরে গিয়ে দেখেন তার ট্রাকটি নেই। অজ্ঞাত চোরেরা ট্রাকসহ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে। ট্রাকটির আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় আব্দুল আজিজ লিখিত এজাহার দিয়েছেন বিষয়টি তদন্ত করছেন যশোর সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান।

এ বিষয়ে এস আই ওয়াহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ হাতে পেয়েছি ঘটনাস্থলে যে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেব।

Read more