যশোরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, যশোর জেলার ১২তম ত্রি-বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় নাজীর আহমেদ মুন্নুকে সভাপতি ও সেলিম রেজা বাবুলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইটভাটা মালিকদের দেশের উন্নয়নে অংশীদার উল্লেখ করে ফসলি জমি থেকে মাটি কাটা ও অনিবন্ধিত ট্রাক্টর ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান।
সভায় ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ইটভাটা মালিক নেতারা বক্তব্য রাখেন।

Read more