যশোরে পুলিশ সুপারের বাস ভবনের সামনে থেকে চাকুসহ যুবক গ্রেফতার

Share

বিশেষ প্রতিনিধি
যশোর শহরের বিমান বন্দর সড়কে পুলিশ সুপারের বাস ভবনের সামনের সড়কে এক উঠতি বয়সের সন্ত্রাসী আব্দুর রবকে একটি ধারালো চাকুসহ আটক করেছে কাতয়ালি থানা পুলিশ। সে বাগেরহাট জেলার সদর উপজেলার হারার ঘাপ শিবপুর গ্রামের শাহিন মোল্যার ছেলে। এঘটনায় কাতয়ালি থানায় রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলাটি করন, কাতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।
মামলায় তিনি উল্লেখ করেন, রোববার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের বকচর এলাকায় দিবাকালীন মাবাইল -১৩ ডিউটি করাকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। উল্লখিত স্থানে একজন উঠতি বয়সের যুবক ক্ষমতার দাপট দখানার জন্য আতংক সষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮ টার পর উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উঠতি বয়সের যুবক দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায়ে আব্দুর রব গ্রেপ্তার হয়। এসময় তার ডান হাতে থাকা একটি চাকু উদ্ধার করা হয়। পরে তাক কাতয়ালি থানা হাজতে রেখে দ্রুত বিচার আইনে মামলা দেন। সোমবার ৮ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।

Read more