প্রেস বিজ্ঞপ্তি
যশোর শহরের ঘোপ বেলতলা বাসিন্দা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যশোর জেলা কমিটির অন্যতম নেতা প্রতাপ বিশ্বাস ও সৌরভ বিশ্বাসের পিতা শ্রী বিমল বিশ্বাস আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর।
বিমল বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাগপার প্রেসিডিয়াম সদস্য,খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিজামদ্দিন অমিত, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা।
এছাড়া শোক প্রকাশ করেছেন জেলা সহ-সভাপতি ইদ্রিস মৃধা, নূরজাহান ইসলাম, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার আলমগীর হোসেন আলম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, সহ-দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বিমল বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।