যশোর অফিস
মারামারি মামলায় সোয়ায়েব হোসেন নামে এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোয়ায়েব হোসেন যশোর সদরের কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আসামিদের সাথে ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামছুর রহমানের বিরোধ চলে আসছিল। ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে হাফেজ হেলাল উদ্দিন ফোন করে শামছুর রহমানকে মসজিদের সামনে আসতে বলে। শামছুর রহমান মসজিদের সামনে পেঁৗছালে আসামিরা তাদে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনার পর শামছুর রহমান কিছুটা সুস্থ্য হয়ে ৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মতিয়ার রহমান।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শোয়ায়েব হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোয়ায়েব হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।