এক মাসের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির ঘোষণা না খুলনা বিভাগ

Share

যশোর অফিস
এক মাসের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির ঘোষণা না দিলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ। শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
ইলিয়াস রাজ বলেন, আমাদেরকে আশ্বাস্ত করা হয়েছে শিগগিরই স্বীকৃতি ও এমপিওভুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি আদায় হবে। কিন্তু মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্টদের দোসরা বহাল রয়েছে। তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের দাবি আদায় বাধাগ্রস্ত হলে প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। রক্ত দিয়ে হলেও আমরা দাবি আদায় করবো।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় খুলনা বিভাগের ৩৩২ টি প্রতিবন্ধি বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি জানানো হয়।
সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, কেন্দ্রীয় সহসভাপতি রতন মিয়া, মহিউদ্দিন (বাবু), সুরুজ্জামান, মেহেদী হাসান রাজু, সুবোধ মিত্র মোমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মিলন মিত্র, জেলার সাংগঠনিক সম্পাদক সোহেলি বিন্দু প্রমুখ। মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০টি জেলার ৩৩২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবন যাপন করছেন। এ সময় তারা এমপিওভুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, ভাতা বৃদ্ধির দাবি জানান তারা।#

Read more