যশোর অফিস
ঢাকায় চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার ও পতিতালয়ে বিক্রির অভিযোগে অভয়নগর উপজেলার চাকই মধ্যপাড়া গ্রামের বিল্লাল হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে পিবিআই যশোর।
মামলার এজাহার সূত্রে জানা যায়,অভয়নগরের দিঘীরপাড় গ্রামের রিমা খাতুন ওরফে লিমা (২২)কে গত বছরের ২৯ সেপ্টেম্বর চাকরির কথা বলে সুকৌশলে ভারতে পাচার করে আসামী বিল্লাল। পরে ওই নারীকে ভারতের বেঙ্গালুরুতে পতিতালয়ে বিক্রি করা হয়। গত মার্চে রিমা নিজেই বাড়িতে ফোন করে বিষয়টি পরিবারের কাছে জানায়।
এ ঘটনায় ওই নারীর মামা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর বিভিন্ন ধারায় অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করে যশোর পিবিআই ।
তদন্তে আসামির সম্পৃক্ততা প্রমাণিত হলে গত ১৫ আগস্ট রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিল্লাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।