যশোর অফিস
যশোরস্থ শার্শা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ অডিটরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন শার্শা কল্যাণ সমিতির সভাপতি ডা. হারুণ-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির দাতা সদস্য যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সমিতির আরেক দাতা সদস্য শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও শার্শা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক।
অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে অংশ নেন সমিতির সদস্য শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসান, সহ সভাপতি সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান, ডা, আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাক্তার নাসিম জামান রিফাত, সহ সাংগঠনিক সম্পাদক সাহিদুজ্জামান মুল্লুক, অধ্যাপক হারুন অর-রশিদ, সৈয়দ কামরুজ্জামান কাজল, এস এম সাহিদুর রেজা, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম উল্লাস, মিজানুর রহমান, জুলফিকার আলী, মেহের উল্লাহ, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, মোখলেছুর রহমান সেলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মশিয়ার রহমান ও আনিছুর রহমান বিলাশ। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি বের হয়। সভায় দাতা ও জীবন সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়