ঢাকায় প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির অভিষেক ও বার্ষিক সভা অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
শনিবার ঢাকার শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন-এর অভিষেক ও বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব প্রফেসর ডা. মো. সাইদুর রহমান।
যশোর জেলা সংগঠনের পক্ষ থেকে রয়েল মেডিকেল সার্ভিসেসের এমডি কাজী ইকবাল হোসেন, কমটেক ডায়াগনস্টিক সেন্টারের এমডি মো. বাহারুল ইসলাম কাজল ও আল শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি মো. চঞ্চল হোসেনসহ তিন সদস্যের একটি টিম অংশ নেয়।
সভায় স্বাস্থ্য, পরিবেশ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠান পরিচালনায় আইনগত সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। তরুণ নেতারা স্বল্প খরচে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং যশোর জেলার ৩০২টির বেশি প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Read more