যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে ১২টি অভিযোগ জমা তদন্তে দলীয় শৃঙ্খলা কমিটি

Share

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রতারণা ও দখলদারিত্ব। দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে ১২টি লিখিত অভিযোগ মনিরামপুর উপজেলা বিএনপির মাধ্যমে জেলা বিএনপির কার্যালয়ে জমা পড়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের১৮ ডিসেম্বর ৪ পিস ইয়াবাসহ,২০১৮ সালের ১২ জুলাই ৫৫ পিস ইয়াবাসহ এবং ২০১৯ সালের ৩১ মার্চ ১০ পিস ইয়াবাসহ খলিলুর রহমানকে পুলিশ আটক করে। প্রতিটি ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে দণ্ডিত করেছেন বলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর খলিলুর রহমান এলাকায় প্রভাব খাটাতে শুরু করেন। তার বিরুদ্ধে শালিসের নামে চাঁদাবাজি, জমি দখল এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

নেহালপুর গ্রামের বিএনপি কর্মী শুকুর আলী সরদার লিখিত অভিযোগে জানান, খলিলুর রহমান ও তার সহযোগীরা তার ভাইরাস গাছ বিক্রির ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

অন্যদিকে ওয়ার্ড বিএনপির এক নেতা আবুল কালাম ফকির অভিযোগ করেন, জমি বিরোধ মীমাংসার নামে খলিলুর রহমান তার কাছ থেকে ২৬ হাজার ৫০০ টাকা নিয়ে পরবর্তীতে প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে শালিসে পক্ষপাতমূলক আচরণ করেন এবং জমি দখল করিয়ে দেন। এ ঘটনার পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং আবারও মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “উঠে আসা অভিযোগগুলো দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। ইতিমধ্যে ১২টি লিখিত অভিযোগ আমরা জেলা বিএনপির কাছে হস্তান্তর করেছি।”

জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন খোকন বলেন,“খলিলুর রহমানের বিরুদ্ধে আসা অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতাকর্মী জানান, খলিলুর রহমানের অপকর্মের বিরুদ্ধে অনেকে মুখ খুলতে সাহস পান না, ভয়-ভীতি ও প্রতিহিংসার আশঙ্কায়।

এ বিষয়ে খলিলুর রহমানের সাথে এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা  হলে তাকে পাওয়া যায়নি।

Read more