ডেমরায় হেলে পড়েছে ৬ তলা ভবন

Share

রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনের একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছয়তলা ভবনটি পাশের একটি সাততলা ভবনের দিকে হেলে পড়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ডেমরা হাজিনগর এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবন হেলে পড়ার সংবাদ পেয়েছি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

Read more