যশোর প্রতিনিধি _
আজ সন্ধ্যা আনুমানিক 7 টার সময় যশোর সদর এর শষ্টিতলা এলাকায় আশরাফুল আলম বিপুল নামে একটি ছেলে কে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে হত্যা করে এলাকার সন্ত্রাসীরা।
আধিপত্য কে কেন্দ্র করে তাকে এলোপাথারি কোপানোর পর তাকে স্হানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে জাওয়ার পথে সে মারা জায়।
ঘটনার সত্যতা যাচায়ে পুলিশ মামলা তদন্ত করছে এখনো অজ্ঞাত কারো নাম জানা জায়নি।