যশোর প্রতিনিধি _
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর উপলক্ষে যশোরের অনুশীলন পাঠাগারে শুক্রবার বিকেলে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজন করে বিপ্লবী গবেষণা সেল।
সেমিনারে সভাপতিত্ব করেন খবির শিকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুমাইয়া শিকদার ইলা এবং সঞ্চালনা করেন শ্যামল শর্মা। বক্তব্য দেন সুরাইয়া শিকদার এশাসহ আরও অনেকে।
প্রবন্ধে সুমাইয়া শিকদার বলেন,চব্বিশের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে জাতীয় প্রতিবাদ ছিল।
কিন্তু সংস্কারের নামে চলছে ক্ষমতার পুনর্বিন্যাস, সাধারণ মানুষের জীবনমানে তেমন পরিবর্তন আসেনি।’ তিনি আরও বলেন,‘বৈষম্য শব্দটি রাজনৈতিক আলোচনায় এলেও কৃষক, শ্রমিক ও শিক্ষার্থীরা এখনও চরম বঞ্চনায় রয়েছে।’
বক্তারা বলেন, ‘বর্তমান সংস্কারমূলক উদ্যোগগুলো মূলত পুরনো ব্যবস্থার পুনরাবৃত্তি। শোষণমুক্ত রাষ্ট্র ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।’
সেমিনারে কৃষক-শ্রমিক-ছাত্র ও প্রান্তিক জনগণের অধিকার নিশ্চিত করতে নতুন গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান জানানো হয়।