যশোরে জামায়াতের রুকন সমাবেশে অধ্যাপক গোলাম রসুল:ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই

Share

যশোর প্রতিনিধি _
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা পেশাজীবী থানার উদ্যোগে ষান্মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৪ জুলাই) সকালে শহরের প্রাচ্য সংঘ ওবায়দুল বারী অডিটোরিয়ামে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশে জামায়াত ইসলামের বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জনগণের সমর্থনে জামায়াত আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে চায়।”
তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের জনগণ ভোটাধিকার হারিয়েছে। ২৪ জুলাইয়ের ছাত্র অভ্যুত্থান নতুন আশার পথ দেখিয়েছে। সেই চেতনা ধারণ করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আবু ফয়সল।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুল কাদের বলেন, “ভোটাধিকার পুনঃরুদ্ধারের লড়াইয়ে প্রতিটি রুকনকে মাঠে থাকতে হবে। আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলাসেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, অধ্যাপক গোলাম কুদ্দুস, শাহাবুদ্দিন বিশ্বাস, গাউছুল আজম, রেজওয়ান হোসেন, জাহাঙ্গীর হোসেন ও জাকির হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও রুকনদের রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Read more