যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক হোসেন (৩৩) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শ্বশুর মো. নাদিম সরদারের বাড়ির পাশে সিরাজ চাকলাদারের বাড়িতে ইজিবাইক চার্জ দিতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
মোস্তাক হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালি গ্রামের বাসিন্দা। তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, এরকম ঘটনা ঘটেছে পুলিশ ফোর্স লাশের ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হাসপাতালে গেছেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।