যশোরের অভয়নগরের তরিকুল খুনের ঘটনায় ডহর মশিহাটি ও সুন্দলী এলাকায় অন্তত ১৯/২০টি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অপহৃত হন সাগর নামে এক যুবক, লুট হয় মোটরসাইকেল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তিনি তরিকুল হত্যার বিচার এবং অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একইসাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও খাদ্য সহায়তার দাবি জানানো হয়।
এ ঘটনায় পৃথক বিবৃতিতে নিন্দা ও বিচার দাবি করেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান।