যশোরে গর্ভবতী নারীসহ দুইজনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

Share

যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর রেললাইন পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী ও তার ছয় মাসের গর্ভবতী মেয়েকে মারধর, শ্লীলতাহানি ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল মালেকের ছেলে মাসুম বিল্লাহ। তিনি জানান, গত ২৭ এপ্রিল তাদের প্রতিবেশী মোঃ বাজু হোসেন ওরফে নেদা (৩০), শিল্পী বেগম (৩০), রাবেয়া বেগম (৫৫),আকলিমা খাতুন (২৭) এবং মাহাবুব হোসেন (৪০) একযোগে তার মা সাথী বেগম (৪০) ও ছয় মাসের অন্তঃসত্ত্বা বোনের ওপর হামলা চালান।

মাসুম বিল্লাহ জানান, ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে প্রতিবেশীদের হাঁস তাদের বাড়ির আঙিনায় ঢুকে ক্ষতি করছিল। হাঁস সরিয়ে নিতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তারা লাঠিসোটা ও কোদাল নিয়ে হামলা চালায়। এ সময় বাজু হোসেন কোদাল দিয়ে আঘাত করলে সাথী বেগম গুরুতর জখম

Read more