যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার সাতমাইল জামতলা এলাকায় রেললাইনের উপর থেকে অজ্ঞাত নামা (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসে আই) মিজানুর রহমান জানান, স্থানীয় দের সংবাদের মাধ্যমে জানতে পারি, সদর উপজেলার সাতমাইল জামতলা এলাকায় রেললাইনের উপর রেলে কাটা একটি অঙ্গাত নামা মরদেহ পড়ে আছে।
আমরা সেখানে যেয়ে অঙ্গাত নামা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসি।