যশোর প্রতিনিধি —
নড়াইল সদর উপজেলার চন্ডিপুরের ইলিয়াস শেখ হত্যা মামলার পলাতক আসামি আরিফ শেখ ওরফে জিয়ন (২০) কে গ্রেফতার করেছে পিবিআই, যশোর।
গত ২০ জুলাই ২০২৪ রাতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইলিয়াস শেখকে। মামলার তদন্তে মিনারুল মোল্লার আদালতে স্বীকারোক্তিতে আরিফ শেখের নাম উঠে আসে।
এরপর পিবিআই যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে তাকে ৬ মে ঢাকার মিরপুর-২ এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে ৭ মে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলছে।